রাকিব শেখ,খুলনা থেকেঃ- একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেচ্ছাসেবী যু ব ও সামাজিক সংগঠন- বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি [বিওয়াইডিএস] এর পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় আযমখান সরকারি কমার্স কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে অমর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র সালাম ও গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করে সেচ্ছাসেবী যুব ও সামাজিক সংগঠন বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি [বিওয়াইডিএস] এর কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও আযমখান সরকারি কমার্স কলেজের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী। উল্লেখ্য যে জেলা পর্যায়ে যুবক সামাজ এর উন্নয়ন ও সুশীল সমাজকে অধিকতর গতিশীলকরণের উদ্দেশ্যে কাজ করছে বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি [বিওয়াইডিএস]।