মোহাম্মদ ছাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
প্রত্যাশা বাংলাদেশ নামে একটি সামাজিক সংঘটনের উদ্যোগে অদ্য দেবিদ্বার রূপসী বাংলা মডেল স্কুল এন্ড কলেজে ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন করার জন্য চারাগাছ প্রদান করা হয়েছে।
‘বৃক্ষরাজির অবদান, দমে দমে অফুরান। গাছগাছালি, বনাঞ্চল আমাদের প্রাণ দেয়, জীবন বাঁচায়,আমরা কী তাদের বাঁচাই? যারা আমাদের বাঁচায়! আমরা কি এখন আগের মত গাছ লাগাই?? প্রকৃতির সাথে প্রেম না থাকলে এই দুষিত নগরের মৃত পরিবেশে মারা যাব খুব শীঘ্রই। গাছ লাগাই নিজেকে বাঁচাই পরিবারকে বাঁচাই’। এ স্লোগানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার রূপসী বাংলা মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ জামাল হোসেন সরকার, উপাধ্যক্ষ ও সিনিয়র শিক্ষক রাহিমা ইসলাম, সিনিয়র শিক্ষক মাজারুল ইসলাম, প্রত্যাশা বাংলাদেশ এর সদস্য ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া, প্রত্যাশা বাংলাদেশের সদস্য আশিকুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাউছার প্রমুখ।