মানিক খান, চুয়াডাঙ্গা থেকেঃ চুয়াডাঙ্গা সদরের নুরুল্লাপুর গ্রামের হতদরিদ্র পিতামাতা জন্মগত প্রতিবন্ধী শিশু জন্মগত ভাবে মারাত্মক চর্মরোগে ভুগছে চিকিৎসা চালাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের কৃষক হত দরিদ্র মাসুদের শিশু (৪) সে জন্মগত ভাবে প্রতিবন্ধীও জন্মগত ভাবে চর্মরোগে আক্রান্ত। শরীরের ১৬ শতাংশ চামরা হয়েগেছে অন্য রকম কষ্টে মরিয়া হয়ে যায় সাজিম।অসহায় পিতা অন্যর জমিতে বর্গাদিয়ে মেয়ের চিকিৎসা করান চিকিৎসার্থে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সাহায্য সহযোগীতা চাই স্বজনরা। ছেলের চিকিৎসার জন্য অনেক ক্লিনিকে ভর্তি করান।কিন্তু অবস্হার তেমন পরিবর্তন না হওয়ায় চিকিৎসকের পরাপর্শে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়।সেখানে কোনো ফল হয়নি এই পযর্ন্ত খরচ হয়েছে প্রায় ৪লক্ষ টাকা।অসহায় পরিবারের জন্য এই ব্যায় বহুল খরচ যোগাতে না পেরে সেখান থেকে বাড়ীতে ফেরত আনেন পিতা মাসুদ বর্তমানে হাসপাতালের এক চিকিৎসকের পরামর্শে বাড়ীতেই চলছে সাজিমের চিকিৎসা,তাকে ক্লিনিকে ভর্তি করার কথা বললেও টাকার অভাবে ভর্তি করাতে পারছেন না দরিদ্র পরিবারটি। সব মিলিয়ে এ পর্যন্ত ৪ লক্ষ টাকা খরচ হয়ে গেছে সাজিমের চিকিৎসা করাতে।
দরিদ্র পিতা মাতামাতার পক্ষে শিশু পুত্রের ব্যায় বহুল চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খেয়ে নিদারুন কষ্টে মানবেতর জীবনযাপন করছে অসহায় পরিবারটি অথচ পুরোপুরি সাজিমকে সুস্থ করে তুলতে এখনো প্রায় ৩ লক্ষ টাকা দরকার,যা জোগাড় করা অসহায় পরিবারটির পক্ষে কোন রকমই সম্ভব নয়। সাজিমের পিতা বলেন,সারাদিন মাঠে কাজ করে রোজগার হয় ২৫০/৩০০টাকা।সংসারে সাজিম ছাড়াও স্ত্রী দিয়ে আরও একটি কন্যা রয়েছে,রয়েছে রুবেলের পিতা মাতা, সব মিলিয়ে সংসার চালাতেই নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা ।সেখানে জন্মপ্রতিবন্ধী চর্মরোগে আক্রান্ত সন্তান সাজিমের চিকিৎসা তার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।আত্মীয় স্বজন, গ্রামবাসী ও নিজের কষ্টার্জিত টাকায় চিকিৎসা সেবা চালিয়েছি।আর তো সম্ভব হচ্ছেনা। চিকিৎসা চালাতে স্থানীয় এমপি,উপজেলা চেয়ারম্যানের নিকট আবেদন চেয়েছে স্বজনরা কিন্তু তেমন কোন সাড়া ও সহযোগীতা পায়নি এখনও। এমতাবস্থায় শিশুর চিকিৎসা সেবা চালাতে সমাজের বিত্তবান সহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিনীত অনুরোধ জানিয়েছেন।যাতে তার শিশু পুত্র সাজিম সুস্থ হয়ে আরও দশটি শিশুর মত হেসে খেলে বেড়াতে পারে। তাই মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করতে ছোট্ট শিশু সাজিমের চিকিৎসা ব্য য়ে আপনিও এগিয়ে আসতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: 01771-749708 (বিকাশ পার্সোনাল), 01965-112750 (সাজিমের বাবার নাম্বার)