মোহাম্মদ ছাইফুল ইসলাম; বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার মরিচাকান্দা ও মির্জানগর সীমান্তবর্তী এলাকায় অবৈধ ভাবে ড্রেজার মেশিনে মাটি খননের ফলে হুমকীর মুখে পড়েছে কৃষি জমি।
সরেজমিন ঘুরে দেখা যায় দেবিদ্বার পৌরসভার পান্নারপুল থেকে বাখরাবাদ রাস্তার পাশ্বে মরিচাকান্দা ও মির্জানগর সীমান্তবর্তী এলাকায় প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে ড্রেজার মেশিন এর মাধ্যমে মাটি খনন করে বিক্রি করছে । যার ফলে চরম হুমকীর মুখে রয়েছে কৃষি জমি ।
স্থানীয় কৃষকরা জানান, ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি খনন করে পুকুর তৈরী করা হচ্ছে । গ্রামের ফসলি মাঠের মধ্যে কয়েক মাস ধরে দিনভর ড্রেজার মেশিন চালিয়ে গভীর খনন করা হয়েছে। এতে আশপাশের জমিগুলো ভেঙে পড়বে এবং বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাতে ফসলি মাঠের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফসলি মাঠে ড্রেজার মেশিনের সঙ্গে পাইপলাইন সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে মাটির ব্যবসা করে চলেছে । আমরা গরিব মানুষ, আমাদের কথা কেউ শোনে না। ড্রেজার মেশিনটি বন্ধের ব্যবস্থা করে আমাদের কৃষি জমিটুকু রক্ষা করবে কে?
এ দিকে ড্রেজারের মালিক রহিম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, কয়েক জন মিলেই মাটি খনন করছেন এবং মাটি কাটাঁর অনুমতি নেই । অবৈধ ভাবেই মাটি খনন করছেন বলে জানান ।
এ বিষয়ে দেবিদ্বার সহকারী কমিশনার ভূমি সাহিদা আক্তার জানান,ড্রেজারের মাটি খনন সম্পূর্ণ ভাবে অবৈধ । যারা মাটি খনন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।