সোহাগ আরেফিনঃ নোয়াখালীতে শিবিরের নৃশংস সন্ত্রাসী হামলায় নোয়াখালীর বেগমগঞ্জ আমানউল্যাপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা রাকিব নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে গতকাল রাতে বিক্ষোভ মিছিল করেছে হালিশহর থানা ছাত্রলীগ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হালিশহর থানা যুব ও ছাত্র সমাজের প্রিয়-মুখ প্রিয় অভিভাবক গোলাম ছামদানী জনি যুগ্ন-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, হালিশহর থানা ছাত্রলীগ নেতা নওশাদ আলী,মাহফুজ আহাম্মেদ ফাহিম, ইমরান খান আরভি,এ আর অপু, আকিব আহাম্মেদ, মনির হোসেন, তুষার আহাম্মেদ, শিহাব উদ্দীন, তাজিদুল ইসলাম সাকিব, আমদাজ হোসেন রনি, শামীম হোসেন, ইসমাইল হোসেন, রিয়াদ, বাদশা, রমজান, সাইমুন, জুবায়ের, মহিউদ্দীন, ইফাজ, রিদয়, মাওলা, মাহিন, আরিফ, নাদিম, শুভ, তানজিল, জাহাঙ্গির, এবং প্রবাবশালী নেতা, আবির, রুবেল, শামীম, রিগান, মনা, প্রমুখ।
এ সময় গোলাম ছামদানী জনি বলেন- “অতি দ্রুত রাকিবের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় সারা বাংলার ছাত্রলীগের নেতাকর্মীরা এই হত্যার প্রতিশোধ হিসেবে কঠিনভাবে জবাব দিতে বাধ্য হবে