ভোরের জানালা ডেক্স : আমাদের সুনামধন্য ভোরের জানালার রাজশাহী ব্যাুরো প্রধান সৌমেন মন্ডল উন্নত চিকিংসার জন্য ভেলর নারায়নী মেডিকেল এন্ড রিচার্স সেন্টারে ভর্তি হয়েছিল গতকাল তার অপারেশন হয়।অপারেশন সাকস্সেস হয়েছে এবং এখন সে সুস্থ আছে। সৌমেন মন্ডল গত বছর ৬ এপ্রিল রোজ শনি বার বাস একসিন্ডেট করে। তার পর থেকে সে হাটতে পারতো না এখন সে অনেকটা সুস্থ। সে তার কর্ম জীবনে ১০ বছর ধরে সাংবাদিকতা করে আসছে,এখন সে রাজশাহীর জনপ্রিয় পত্রিকা দৈনিক রাজবার্তাতে জ্যাষ্ঠ প্রতিনিধির দ্বায়িত্ব পালন সহ দৈনিক ভোরের জানালা,কপোতাক্ষ নিউজ২৪,ভোরের কুমিল্লা,সময়ের খবর,ভোরের কন্ঠ,সময় সংবাদ এ রাজশাহী ব্যুরো প্রধানের দ্বায়িত্ব পালন করছে। আমরা ভোরের জানালা পরিবারের সবাই তার জন্য দোয়া করি যেন সে তার স্বাভাবিক জীবনে ফিরে এসে আবারও নিষ্ঠার সাথে আমাদের সাথে কাজ করে।আমরা তার সার্বিক মঙ্গল কামনা করি।