রায়হান রোহানঃ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এনেক্স ভবনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শহিদ উজ জামান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ মতিউর রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শহিদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. হাবিবুল্লাহসহ বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।