সুব্রত কুমার,ডেক্স রিপোর্টার : বাঘায় মোবাইল কোর্ট পরিচালনা করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর বাঘা জোনাল অফিস ১৩৭টি সংযোগ বিচ্ছিন্ন সহ ৭০ টি মামলা দায়ের করেছে। বকেয়া বিদ্যুৎ বিল ও অবৈধ সংযোগের জন্য সংযোগ বিচ্ছিন্ন ও মামলাগুলো দায়ের করা হয়েছে।অফিস সুত্রে জানাযায়, রবিবার (০৮ মার্চ) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাঘা উপজেলার আড়ানিসহ বিভিন্ন এলাকায় রাজশাহীর বিদ্যুৎ আদালত এর যুগ্ম জেলা ও দায়রা জজ আশাফুদোল্লার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। থানা পুলিশের সার্বিক সহযোগিতায় বাঘা জোনাল অফিসের ডিজিএম সুবীর কুমার দত্ত, এজিএম শাহিনুর আলম মৃধা, প্রকৌশলী হাবিবুর রহমান ও ওয়ারিং পরিদর্শক ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা সাথে ছিলেন।