মানিক খাঁন, দামুড়হুদা উপজেলা থেকে : দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর গোচিয়ার পাড়ার জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলি মুনছুর বাবু। গতকাল ১৪ই মার্চ শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে জগন্নাথপুর গোচিয়ার পাড়ায় মসজিদ কমিটির সভাপতি হাজি জয়নাল আবেদিনের সভাপতিত্বে ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলি মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, মসজিদ কমিটির সাধারন সম্পাদক শিক্ষক মাসুদ রানা, আওয়ামী লীগনেতা অবঃ সার্জেন্ট সাইদুর রহমান, আব্দুল মালেক, আব্দুল্লাহ, সুজাত আলী, আনোয়ার হোসেন, শরিফ, আলী তরফদার, জাহাঙ্গীর, মনির, মন্টু, দাউদ, এরশাদ, আশাবুল, আবুল কালাম, আজাদ শেখ, প্রমুখ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন জামে মসজিদের ইমাম মুক্তি আবু সাদেক।