নাজমুল হোসেন সুমন, ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে নারকেল গাছের পাতা সাদা বর্ন ধারন করেছে।এতে ঝিনাইদহের মানুষ আতঙ্কে রয়েছে। গ্রামবাসি সবাই তার নিজ নিজ নারকেল গাছ দেখার জন্য বেড়িয়ে পড়েছে। জানা যায় ,আজ সোমবার (১৬ ই মার্চ) ঘটনাটি ঝিনাইদহ সদর এর আরাপপুর ছাড়াও সদরের বিভিন্ন স্থানে বিকেল থেকে নারকেল গাছ গুলোতে পাতা সাদা বর্ন ধারন করেছে । এ বিষয় নিয়ে ঝিনাইদহ সদরের লোকজন খুব চিন্তিত। ঝিনাইদহের আরাপপুর এর কেউ কেউ বলছে,এটি গুজব আবার কেউ কেউ বলছে ভাইরাস। এই নিয়ে নানা জনের নানা মন্তব্য এবং গ্রামের লোকজন খুব চিন্তিত হয়ে ওঠে । তবে কেন নারকেল গাছের পাতা সাদা বর্ন ধারন করেছে তা এখন সঠিক জানা যায় নি ।