নাজমুল হোসেন সুমন, ঝিনাইদহ প্রতিনিধি ;- ঝিনাইদহ মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শর্তবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জিবনী, দেশ গঠন ও মাদক নির্মূল বিষয়ক আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। সকাল ১১ টায় ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর জেলা কার্যালয় এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক।এবং আরো উপস্থিত ছিলেন মাদক বিরোধী সচেতন সংসদ এ-র সভাপতি, মোঃমেহেদি হাসানএবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সুমন সহ সকল সদস্যবৃন্দ। আরো উপস্হিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাব এ-র সুযোগ্য সভাপতি এম রায়হান সহ প্রেসক্লাব এর সকল সাংবাদিক।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন মোঃআজিজুল হক।তিনি বলেন” মাদক কে না বলুন মাদকমুক্ত বাংলাদেশ গড়ুন”।এছাড়াও বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জিবন কাহিনী, মুজিব শতবর্ষ সম্পর্কে এবং মাদক নির্মূল কিভাবে করা যায় এ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। আরো বক্তব্য দেন প্রেস ক্লাব এ-র সভাপতি এম রায়হান সহ মাদক বিরোধী সচেতন সংসদ এর সভাপতি ও সাধারণ সম্পাদক। মুজিব শতবর্ষ উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।