গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজশাহী-১আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজমুল ইসলাম সরকার,ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি,সহকারী কমিশনার(ভুমি) ইমরানুল হক,উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোস্তাক আহমেদ,পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগ সভাপতি(ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক আব্দুর রশিদ,গোদাগাড়ী পৌর যুবলীগ সভাপতি অধ্যাপক আকবর আলী প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলায় জেএসসি ও জেডিসি ২০১৮ সালে জিপিএ-৫ গোল্ডেন প্রাপ্ত ২০০ শিক্ষর্থী মাঝে মুজিবর্ষে উপহার বাই সাইকেল তুলে দেয়া হয়। প্রধান অতিথি বক্তব্য এমপি ওমর ফারুক চৌধুরী বলেন,বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে দেশ প্রেমে জাগ্রত হয়ে সোনার বাংলা গড়ার কাজ করে যেতে হবে। এছাড়াও সংক্ষিপ্তভাবে কেক কাটাসহ কর্মসুচি পালন করে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।