মোহাম্মদ ছাইফুল ইসলাম:
কুমিল্লা-৪ দেবিদ্বার উপজেলার ছোট আলমপুর পৌর এলাকায় অবস্থিত দেবিদ্বার রূপসী বাংলা ফাউন্ডেশন ও দেবিদ্বার রূপসী বাংলা মডেল স্কুল এর যৌথ উদ্যোগে উপজেলার প্রধান প্রধান এলাকায় করোনা প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার জুম’আর নামাজ শেষে দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন মসজিদে মুসল্লিদের হাতে করোনা প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট তুলে দেন রূপসী বাংলা ফাউন্ডেশন ও দেবিদ্বার রূপসী বাংলা মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা মোঃ জামাল হোসেন সরকার।
পরে গতকাল শনিবার দেবিদ্বার পৌর এলাকা নিউ মার্কেট, ছোট আলমপুর, গুনাইঘর, সরকারি কলেজ উত্তর গেইট এলাকার সকল অফিস, মার্কেট, দোকান, ফার্মেসি ও পথচারিদের মাঝে লিফলেট বিতরণ করেন।
একই ধারা অব্যহত রেখে গণসচেতনতায় আজ রবিবার সকালে রূপসী বাংলা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে নিয়ে সকলের মাঝে করোনা প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, রূপসী বাংলা মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক, শাহজালাল মিন্টু, উপাধ্যক্ষ রাহিমা ইসলাম, শিক্ষক ও সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ, শিক্ষক কামরুল হাসান দোলন, শিক্ষক মোঃ কাউছার হামিদ. আরিফুল ইসলাম প্রমূখ।
লিফলেট বিতরণ কালে মোঃ জামাল হোসেন সরকার বলেন, করোনা ভাইরাসের উপসর্গ যেমন; সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া, শিশু, বৃদ্ধ ও কম রোগ-প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস ইত্যাদি দেখা দিলে নিকটতম সরকারি হাসপালে যাওয়ার জন্য অনুরোধ করেন। এবং করোনা প্রতিরোধে সচেতনতামূলক কাজ যেমন; মাঝে মাঝে সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে মুখ, চোখ ও নাক স্পর্শ না করা, হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা, ঠান্ড বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা, মাংস ও ডিম খুব ভালোভাবে রান্না করা, বন্য জীবজন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা, বিশেষ করে মুখে মাস্ক ব্যবহার করা ইত্যাদি নিয়ম মেনে চলার কথা বলেন।