গোদাগাড়ী প্রতিনিধি:- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ান পাড়ার সামনে জেগে উঠা পদ্মনদীর চর হতে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার পোলাডাংগা গাইনাপাড়া কোদালকাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০)। রোববার সকাল ৮ টার দিকে গোদাগাড়ী থানা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধারের কাজ করে। এলাকাবাসী জানান, ফজর নামাজের পর সকাল ৬ টার দিকে আমরা নদীরধারের দিকে তাকালে দেখতে পাই একটি কুকুর কি যেন খুচাচ্ছে। এই অবস্থায় গ্রামের লোকজন কাছে গিয়ে দেখে এক জনের লাশ জমিতে উপুর হয়ে পড়ে আছে। তাকে না চিনতে পেরে ৯৯৯ নাইনে কল দিয়ে রাজশাহী পুলিশ সুপারের সাথে কথা হয়। পরে গোদাগাড়ী মডেল থানার পুলিশ ঘটনা স্থলে এসে মৃতদেহ শনাক্তকরণের চেষ্টা করে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ এই সময় মৃতব্যাক্তির পরনের লুঙ্গির কোমর হতে একটি এ্যান্ডুয়েড ফোন উদ্ধার করেছে। উদ্ধারকৃত ব্যাক্তির মাথার চেখের পাশে ক্ষত ও রক্তাত্ত দেখা গেছে। এছাড়াও তার বুকে আঘাতের কালো দাগ আছে। গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) নৃত্যপদ দাস জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত দেহ ময়না তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।