সুব্রত কুমার,ডেক্স রিপোর্টারঃ- আজ সোমবার ২৩ শে মার্চ বিকেল থেকে বাঘা উপজেলার সকল বাজার লক ডাউন ঘোষণা করলো উপজেলা প্রশাসন । আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন রেজা উপজেলার প্রতিটি বাজার ঘুরে ঘুরে এই নির্দেশনা দেন। এসময় তিনি বলেন শুধু মাত্র নিত্যপ্রয়োজনীয় চাল,ডাল তেল,ঔষধের দোকান ছাড়া সকল ধরনের দোকান বন্ধের নির্দেশ দেন । তিনি আরও বলেন, চায়ের দোকান ও পাড়ার মোড়ে অযথা অবস্থান না করে বাসায় থাকার কথা বলেন ।
এদিকে করোনা প্রতিরোধে রাজশাহী জেলায় সকল এনজিওর কিস্তি আদায় স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা বিবেচনা করে কিস্তি আদায় স্থগিত অনুরোধ করেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। আজ সোমবার দুপুর ১ টা ৫৪ মিনিটে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুক আইডিতে ৩০ এপ্রিল পর্যন্ত রাজশাহী জেলার সকল এনজিও কে কিস্তি আদায় না করার জন্য অনুরোধ করেন।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যা লেখেন তা হুবহু তুলে ধরা হলো,করোনা প্রতিরোধে দরিদ্র মানুষের অবস্থা বিবেচনা করে জেলায় সকল এনজিও’র কিস্তি আদায় ৩০–০৪-২০২০ পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ করা হলো। উল্লেখ্য গত কয়েকদিন ধরে দুই তিনটি নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ এর মাধ্যমে বিষয়টি নিয়ে লিখালিখি হচ্ছিল। অনেক গরীব ও মধ্যেবৃত্ত মানুষের অনুরোধে সাংবাদিকরাও নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারদের সাথে কথা বলেন। তারা বিষয়টি ডিসি মহোদয়কে জানান।
পরে বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন রেজা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘা উপজেলার সকল এনজিওদের গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায় কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করেন । রাজশাহীর বাঘায় করোনা ভাইরাস প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা। সোমবার (২৩ মার্চ) দুপুরে এনজিও কর্মকর্তাদের সাথে বৈঠক করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ঋণ আদায় কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
এর আগে নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করে ওষুধের দোকান, খাবার হোটেল, মুদি দোকান, চাল-আটা ও সবজি দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল্পনা ইয়াসমিন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার পরিদর্শনে গিয়ে হ্যান্ড মাইকে বলেন, সম্প্রতি যারা বিদেশ থেকে এসেছেন এবং তাদের সংস্পর্শে যারা রয়েছেন, তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। সেই সাথে জনসমাগম, সভা, মিছিল, মিটিং, সেমিনার, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। এমনকি কোন প্রতিষ্ঠান, বিভিন্ন মোড় ও চায়ের স্টলে আড্ডা, বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান সব কিছু বন্ধ থাকবে। এ ক্ষেত্রে কেউ যদি অনিয়ম করেন, তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর অফিসিয়াল মোবাইল নাম্বারে ফোন করতে এলাকাবাসির প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি রোধে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে প্রতিদিন বাজার মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। যদি কোন ব্যবসায়ী অযথা পণ্যের দাম বেশি ধরে, আর সেটি যদি প্রমাণিত হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি করোনা প্রতিরোধে শুধু বাজার নয়, বিভিন্ন মোড়ে মোড়ে গিয়েও সবাইকে সতর্কবার্তা পৌছে দিচ্ছেন। নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসীসহ সুশীল সমাজের লোকজন।