মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব প্রতিনিধিঃ- সৌদি রিয়াদে কুমিল্লা দেবিদ্বারের সুলতান আহম্মেদ(৬০) এর মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের দৌলত এর বাড়ীর মরহুম মুহাম্মদ আলীর সন্তান। তার পাসপোর্ট নাম্বার-BJ 0359357. প্রতিবেশী ভাতিজা হাজ্বী আব্দুল হান্নান জানান, গত ২৩ মার্চ সোমবার ৭ঃ৪৫ মিনিটের সময় সৌদি আরব রিয়াদ সিটির আতিকা নামক স্থানে শ্বাসকষ্ট জনিত কারণে সুলতান আহম্মেদ এর মৃত্যু হয়েছে। বর্তমানে রিয়াদ কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমাগারে তার লাশ রয়েছে। তিনি আরো জানান, মৃত সুলতান আহমেদ এর ইকামার মেয়াদ নেই। করোনা ভাইরাসের কারণে সৌদি আরবের সকল অফিস আদালত সহ রিয়াদ বাংলাদেশ দূতাবাস বন্ধ রয়েছে। এই অবস্থায় লাশ নিয়ে এক জটিল পরিবেশে দিনাতিপাত করছি। মৃত সুলতান আহমেদ এর পরিবারসহ নিকট আত্মীয়রা দেশ- বিদেশের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।