মাসুদ রানাঃ কোভিড-১৯ বা করোনা ভাইরাস বিশ্বের প্রায় বড় বড় রাষ্ট্রগুলোকে নাড়িয়ে চাড়িয়ে রেখেছে। সেই ধারাবাহিকতায় বাদ যায়নি আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমিও। কিছু কিছু স্থানে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের খবর পাওয়া গিয়েছে, যদিও বাংলাদেশে এই ভাইরাস এখনো মহামারি আকার ধারণ করতে পারিনি। তাই এই সংক্রামক ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষার জন্য বাংলাদেশ সরকার সারা দেশিবাসীকে নিজ নিজ ঘরে অবস্থান করার এবং পরিষ্কার পরিবেশে থাকার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন ১১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ছধু চৌধুরী এলাকার জন সাধারণ এবং আশেপাশের বস্তিতে বসবাসরত গরিব-দুস্তদের সু-সাস্থ্য নিশ্চিত লক্ষ্যে ছধু চৌধুরী এলাকার কিশোর এবং তরুণদের সংগঠন ‘ছধু চৌধুরী তরুণ সংঘ’ কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এলাকার সব ড্রেইনগুলোতে কিটনাশক ছিঁটানো এবং ছধু চৌধুরী বাড়ির প্রবেশ মুখে উন্মুক্ত হাউস, পানির ট্যাংক এবং হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা হয়। সাথে সাথে এলাকার বিভিন্ন স্থানে গন সচেতনতামূলক ফিস্টুন বসানো হয়।শুধু তাই নয় এলাকার চার পাশের বস্তিতে থাকা গরিব -দুস্তদের মাঝে ৩৬০টি ফ্রি হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়। ছধু চৌধুরী তরুণ সংঘের সদস্যবৃন্দের সতস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে উল্লেখিত সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।