বিশেষ প্রতিনিধিঃ
কোভিড-১৯ বা করোনা ভাইরাস বিশ্বের প্রায় বড় বড় রাষ্ট্রগুলোকে নাড়িয়ে চাড়িয়ে রেখেছে। সেই ধারাবাহিকতায় বাদ যায়নি আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমিও। কিছু কিছু স্থানে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের খবর পাওয়া গিয়েছে, লকডাউন হয়েছে প্রায় সারা দেশের মানুষ। “করোনায়” দিনমজুর গরীব’অসহায় ও দুস্থদের পাশে “আসুন আমারা গরিব অসহায় মানুষের পাশে দাড়াই” এই স্লোগান নিয়ে আজ বিকাল এ হালিশহর বি ব্লক আন্ধা হাফেজ এর বাড়ি মোড়ে দিনমজুর গরীব’অসহায় ও দুস্থদের মাঝে চাল,ডাল,তেল,মাক্স, স্যানেটাইজার বিতরন করেন “সাংবাদিক সাংস্কৃতিক মানবাধিকার সোসাইটি” ।
এসময় উপস্থিত ছিলেন লায়ন মোঃ এমদাদুল করিম সৈকত সিনিয়র যুগ্ন আহবায়ক সাংবাদিক সাংস্কৃতিক মানবাধিকার সোসাইটি,এডভোকেট জামাল হোসেন যুগ্ন আহবায়ক, মাওলানা দেলোয়ার উপদেষ্টা, সোহাগ আরেফিন যুগ্ন-সদস্য সচিব , আবদুল হালিম অর্থ সম্পাদক, নাসরিন আক্তার হিরা সদস্য, জনাব বাদশা, সাজিদ খান সদস্য বনিক সমিতি প্রমুখ।