বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার দক্ষিণ পোনরা গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে সচেনতামূলক লিফলেট বিতরণ করেছে “শিখা” যুব উন্নয়ন ক্লাব।
সোমবার (৩০ মার্চ) দুপুরে এ লিফলেট বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন ক্লাবের কিশোর সদস্যরা।
এসময় তারা জানান, দক্ষিণ পোনরা, জোড়পুল, সীমারকান্দা, মাশিকাড়া সহ ১০ নং দঃ গুনাইঘর (বনকোট) এর গ্রামগুলোতে গিয়ে মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেছেন। যাতে মানুষ করোনা ভাইরাস নিয়ে সচেতন হয়। এর আগে আমাদের গ্রামে জীবানু নাশক ঔষদ স্প্রে করে এবং আগামীতেও প্রতিরোধমূলক কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলে, কিশোর সদস্য মোঃ আলী আরাফাত, মোঃ মোস্তফা আমির ফয়সাল, আলীনূর হোসন, ফাহিম উদ্দিন শাফিন, মাছুদ রানা, মোকবল হোসেন, ইসমাঈল হোসেন প্রমূখ।