স্টাফ রিপোর্টারঃ
দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামের মোঃ আঃ লতিফ সরকার পিতামৃতঃ আঃ রহিম সরকার, মরিচা হাফিজিয়া মাদ্রাসা থেকে দুয়ারিয়া যাওয়ার মহরম সরকার বাড়ীর পাশে রাস্তার উপর থেকে প্রায় ৩ লক্ষ টাকার সরকারী গাছ কেটে নিয়েছে।
দেবিদ্বার উপজেলার বন কর্মকর্তা আঃ মতিনকে সরকারী গাছ কাটার বিষয়ে অবগত করলে তিনি জানান গাছ যিনি কাটেন আঃ লতিফ সরকার আমার আত্মীয়-স্বজন তাই অনুমতি লাগবে না।
গাছ ব্যাপারী দুলাল হোসেন বলেন আমি মরিচা মহরম সরকার বাড়ীর আঃ লতিফ সরকারের নিকট হইতে বাচ্চু ভূইয়ার মাধ্যমে এই গাছ গুলো ক্রয় করেছি। আমাকে তারা জানিয়েছেন বন-কর্মকর্তার কাছ থেকে গাছ কাটার অনুমতি এনেছে এ জন্য আমি গাছ গুলো ক্রয় করেছি।