রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধিঃ বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে মাস্ক ও সাবান বিতরন করা হয়েছে। বুধবার তাহেরপুর পৌর এলাকা সহ উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুরিয়া,কনোপাড়া,রামরামা,মির্জাপুরে ৫ শতাধিক মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরন করেন বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্যরা। বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাসা প্রতিরোধ কমিটির আহব্বায়ক ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এসএম সামসুজ্জোহা মামুন বলেন,বিশ্ব ব্যাপি মহামারী করোনা প্রতিরোধে মাস্ক ও সাবান খুবই জরুরী,সেই সাথে সাধারন মানুষের ঘরে থাকা আরো জরুরী।তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও সাবান বিতরন করছি। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রামাণিক,সদস্য এসএম কাইয়ুম,সাহাদাত হোসেন,ফিরোজ সরকার,মোস্তাফিজুর রহমান জীবন,মোস্তাফিজুর রহমান বল্টু,আমজাদ মন্ডল,রায়হান ইসলাম রনি,আতিকুর রহমান,মিনার রহমান মাসুদ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ সরদার সহ প্রমূখ।