রুস্তম আলী শায়ের বাগমারা প্রতিনিধিঃ বাগমারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৭মাসের অন্তসত্বা গৃহবধূ। বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের বেলাল উদ্দিনের কন্যা ও পার্শবর্তী নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া গ্রামের মিজানুর রহমান বাবুর ৭মাসের অন্তস্বত্বা স্ত্রী ফারজানা আক্তার বেবি (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক সুত্রে জানা যায়,মৃত ফারজানা আক্তার বেবি’র শ্বামী চাকরির সুবাদে নরসিংদী জেলায় কর্মরত আছেন এবং ফারজানা আক্তার তার পিতার বাড়িতে থাকেন। প্রতিদিনের মত সকালের খাবার খেয়ে বাড়ির সবাই যে যার মত কাজে ব্যাস্ত হয়ে পরে। মৃত ফারজানার মা ফেরদৌসি বিবি বাহির থেকে ফিরে ঘরে ঢুকে প্রথমে মেয়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে এসে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা বলেন,রশি থেকে নামানোর পরেও জীবিত ছিলো কিন্তু নামানোর কিছুক্ষন পর তার মৃত্যু হয়। মৃতের বাবা বেলাল উদ্দিন বলেন,বেশ কিছুদিন যাবৎ তার মেয়ে মানসিক ভাবে ভেঙ্গে পরেছিল তাই তারা কবিরাজেরও গিয়েছিলেন মেয়ের চিকিৎসার জন্য। এ বিষয়ে বাগমারার থানার এসআই লুৎফর রহমান বলেন,লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ইতোমধ্যেই থানায় অপমৃত্যু’র মামলাও হয়েছে।