গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার বাসুদেবপুর ইউনিয়নে গোপালপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্নহত্যা করেছে।স্থানীয় সুত্রে জানাযায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সয়েদা বেগম (৬০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।নিহত সয়িদা গোপালপুর গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী। পরিবারের সদস্যারা জানান দুপুরে ঘরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখতে পায় যে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ। আরও জানাযায় সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরে খরব পেয়ে পুলিশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (রামেক) মর্গে পাঠিয়েছে । গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আত্নহত্যা বলে ধারনা করা হচ্ছে।তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।এই ঘটনায় থানা একটি মামলা দায়ের করা হয়েছে।