বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামে ‘ভিংলাবাড়ী ফেন্ডস ক্লাব’ এর উদ্যোগে ৭০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভিংলাবাড়ী গ্রামে ঘরে গিয়ে গিয়ে ত্রাণ হিসেবে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি তৈল, ১ কেজি পেয়াজ এবং ১ কেজি ডাল বিতরণ করা হয়েছে।
মহামারি করোনায় সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও প্রায় লগ ডাউন হওয়ার পথে। আর এই লগডাউনের প্রধান শিকাড় মধ্যবিত্ত পরিবার ও খেটে খাওয়া মানুষ। ভিংলাবাড়ীর প্রায় সকল পরিবারের প্রধান উপার্জনের মাধ্যম গণপরিবাহণ চালনা ও বিভিন্ন ধরনের ব্যবসায়। করোনাভাইরাসের কারণে তাদের প্রায় সবাইকেই ঘরে অবস্থান করতে হচ্ছে। তাদের খাদ্যের ঘাটতি জোগান দিতে কাজ করেছে ‘ভিংলাবাড়ী ফেন্ডস ক্লাব’। ক্লাবের সদস্যরা তাদের নিজ অর্থায়নে এলাকার ৭০ টি অসহায় ও মধ্যবিত্ত পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ভিংলাবাড়ী ফেন্ডস ক্লাবের সদস্য বাহার মিয়া, সাজু মিয়া, রাছেল ইসলাম, সালাউদ্দিন, সজীব, হাবিব, আলামিন সহ ক্লাবের সকল উপদেষ্টাবৃন্দ এবং সদস্যবৃন্দ।
ক্লাবের সদস্যরা জানায়, ‘ভিংলাবাড়ী ফেন্ডস ক্লাব’ একটি আদর্শ ক্লাব। এই ক্লাবের কাযর্ক্রম হলো গরীবদের পাশে থাকা, অসহায় মেয়েদের বিবাহে সাহায্য সহযোগিতা করা, এলাকার উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহন করা, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সহ আরো নানা কাযর্ক্রম। এরই লক্ষধরে ক্লাবটি সমাজের জন্য কাজ করে যাবেন।