স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, যশোর থেকে:- কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে । কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার এস আই মেহেদী হাসান ও এ এস আই আব্দুস সালাম সঙ্গীয় পুলিশ ফোঁস নিয়ে শনিবার সকল ৯ টার দিকে যশোর- সাতক্ষীরা সড়কের পাশে বাদুড়িয়া মোড় থেকে মটরভ্যানে থাকা গবরের ভিতর থেকে ৭ টি প্যাকেটে মোড়ানো ৭ কেজি গাঁজাসহ ২ জনকে হাতেনাতে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন পাঁটকেলঘাটা থানার কুমিরা গ্রামের মৃত মতলেব আলী মোড়লের ছেলে আমিরুল ইসলাম(৩৮) ও ফরিদপুর জেলার আলোয়া কান্দি গ্রামের আব্দুর বর মুন্সির ছেলে সেকেন্দার আলী(৪২)। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন ঘটনায় এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।