মাসুদ রানাঃ কোভিড-১৯ বা করোনা ভাইরাস বিশ্বের প্রায় বড় বড় রাষ্ট্রগুলোকে নাড়িয়ে চাড়িয়ে রেখেছে। সেই ধারাবাহিকতায় বাদ যায়নি আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমিও। কিছু কিছু স্থানে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের খবর পাওয়া গিয়েছে, লকডাউন হয়েছে প্রায় সারা দেশের মানুষ। “করোনায়” দিনমজুর গরীব’অসহায় ও দুস্থদের পাশে “আসুন আমারা গরিব অসহায় মানুষের পাশে দাড়াই” এই স্লোগান নিয়ে আজ বিকাল এ হালিশহর চৌধুরী পাড়া বি এন পি মনোনীত প্রাথি হাজী মোঃ মহসীন আলী চৌধুরী এলকার দিনমজুর গরীব’অসহায় ও দুস্থদের নিজস্ব তহবিল থেকে দুইশত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন হালিশহর থানা বি এন পির যুগ্ন আহবায়ক: খরশেদ আলম চট্রগ্রাম মহানগড় ছাএদল নেতা নাজমুল হায়দার। হাজী মোঃ মহসীন আলী চৌধুরী এখনি সময় সমাজের সকল স্তরের দুস্তদের পাশে থাকবার।