আশিক মাহমুদঃ- রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার পদ্মা নদীর তীরে বিজিবি ক্যাম্প(তালাইমারী সীমান্ত ফাড়ী) থেকে উদ্ধার করা হলো ভয়ংকর রাসেল ভাইপার সাপ।উক্ত এলাকার আব্দুল জলিল নামের একজন সাহসী ব্যাক্তি এই সাপটি উদ্ধার করেন,যিনি সাপ ধরায় অভিজ্ঞ।উল্লেখ্য কিছুদিন আগেও এই এলাকা থেকে ভয়ংকর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়।উল্লেখ্য যে রাসেল ভাইপার এর কামড়ে এন্তিভেনম নিতে দেরী করলে মৃত্যু অবধারিত।রাসেল ভাইপার তথা চন্দ্রবোড়া সাপটি সারা বিশ্বে বিপন্ন,তবে বরেন্দ্রভূমির গোদাগাড়ী,তানোর রাজশাহী মহানগরীর পদ্মার চরে এই সাপের দেখা মিলছে। অনেক সময় রাজশাহী মহানগরীর লোকালয়ে দেখা মিলছে এই সাপ।যা জননিরাপত্তার হুমকিস্বরুপ। অজগর সাপের মতো দেখতে অজগরের বাচ্চা ভেবে অনেকে নাড়াচাড়া করতে গিয়ে এই সাপের কামড়ে বাংলাদেশে কিছু মানুষ মৃত্যুবরন করেছে।তাই এই সাপ থেকে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।এই সাপ দেখামাত্রই বন বিভাগ ও বন্যপ্রাণী সংশ্লিষ্ট দফতরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কতৃপক্ষ