মাসুদ রানাঃ করোনাভাইরাস মহামারীতে অচল গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। বিশ্বের অন্তত ১৩১টি দেশে চলছে লকডাউন। থেমে নেই মৃত্যুর মিছিল, প্রতি মুহুর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। এই সময়ে বসে নেই বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো: গোলাম মোস্তফা, নিজের এম্বুলেন্স ড্রাইভার সুরক্ষার কথা ভেবেই তিনি বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ড্রাইভার দের জন্য, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও ত্রান বিতরন করেন পাশাপাশি সহযোগিতা, করেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের মাঝে শুকনো খাবার (চাল,ডাল,তেল,আলু ) বিতরন করা হয়। বিতরনে অংশ নেয় নরসিংদী জেলা শাখার সভাপতি ফালান মিয়া ,সাধারন সম্পাদক সোলাইমান খন্দকার,সহ অন্যান্ন্য সদস্য বৃন্দ। বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে নরসিংদী, বরিশাল, বগুড়া ও বিভিন্ন জেলার এ্যাম্বুলেন্স মালিকদের নিকট পিপিই পোশাক তুলে দেওয়া হয়।