ভোরের জানালা ডেস্কঃ
কোভিড-১৯ (করোনা ভাইরাস) এ আক্রান্ত যখন পুরোবিশ্ব লকডাউনে তখন বাংলাদেশও লকডাউনে। এই দূর্যোগে নিন্ম আয়ের মানুষদের পাশে দাঁড়াতে ফেসবুকের একটি গ্রুপ “সহযোগী” নামে সংগঠন মানবতায় এগিয়ে এসেছে। দেশের এই চরম সংকটকালীন সময়ে শ্রমজীবী অসহায় গরীব মানুষের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। এই সংকটকালীন সময়ে মানবতার হাত বাড়িয়ে দেন ফেইসবুকের একটি সামাজিক সংগঠন “সহযোগী”।
১০০ জনের জন্য ১০০০ কেজি খাদ্য সামগ্রী অসহায় গরীব মানুষের ১০ থেকে ১৫ দিন চলার মত চাল, ডাল, তেল, লবন, আলু সাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ঢাকার লালমাটিয়ার, ধানমন্ডি এলাকায় দেয়া হয়েছে। তাদের কথা ভেবে বলিষ্ঠ ভুমিকা রেখেছে ফেইসবুকের একটি গ্রুপ “সহযোগী”।
সংগঠন নির্বাহী, অন্যতম সমাজকর্মী সাইফুল ইসলাম শামিম বলেন, দেশের এই দূর্যোগমুহুর্তে দেশের সকল বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ি ও সামাজিক সংগঠন গুলো গরিব, অসহায় মানুষ গুলোর জন্য সহায়তার হাত বাড়িয়েদেয়ার আহবান করেন।
তিনি আরও বলেন, আমরা সবাই মিলে যদি সামাজিক, রাষ্ট্রীয়ভাবে এ করোনাভাইরাস সংকটে সকল নীতিমালা মেনে চলি তাহলে খুব দ্রুত এই সংকট থেকে জাতি মুক্তি পাবে।
তাছাড়াও সাইফুল ইসলাম শামিম এর সহযোগিতায় নিজ গ্রাম দেবিদ্বার, আব্দুল্লাপুর এ সচেতনতা মুলক মাইকিং, লিফলেট, মাস্ক, হেন্ডস্যানিটাইজার,খাবার সামগ্রি বিতরন করা হয়।