ভোরের জানালা ডেক্সঃ- দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টার “ভোরের জানালা” তে যশোর জেলার প্রতিটা উপজেলা, ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলতেছে। আপনি যদি সাংবাদিকতার মত মহৎ পেশায় আসতে চান, দেশ ও জাতির কল্যাণে স্বেচ্ছায় কাজ করতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। শর্ত:- ১. বস্তুনিষ্ট ও সত্য নিউজ প্রকাশ করতে হবে। 2.সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। ৩.পরিশ্রমী ও দ্রুত নিউজ সংগ্রহ করা শিখতে হবে। ৪. উপজেলা প্রতিনিধি সর্বনিম্ন এইসএসসি পাশ হতে হবে। ৫.ক্যাম্পাস প্রতিনিধি সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে। ৬.চুড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে। ৭.শর্ত প্রযোজ্য আর দেরি না করে এখুনি আপনার সিভি পাঠান নিম্নের ঠিকানায়। সাথে এককপি ছবি। আমরা আপনার অপেক্ষায় সব সময়।
যোগাযোগ:- স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, যশোর জেলা প্রতিনিধি মোবাইল নং:- 01303475486 ইমেইল smabdullahkppress@gmail.com