দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে বৈদ্যুতিক শটসার্কিট হয়ে দুইটি বাড়ির সকল আসবাবপত্র ও একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে আর একটি গরুর আংশিক পুড়ে যায় । এতে বাড়ির মালিক কৃষক আলাউদ্দীন ও শফিকুল ইসলামের ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার রাত ১২.৩০ মিনিটের দিকে দুর্গাপুর পৌরসভার দুই নং ওয়ার্ডের শালঘরীয়া গ্রামের পুর্ব পাড়ায় এই ঘটনাটি ঘটে। আফজাল হোসেন জানান, শালঘরীয়া গ্রামের সমসের আলীর ছেলে আলাউদ্দিন ও শফিকুল ইসলামের বাড়ীতে রাত ১২.৩০ মিনিটের দিকে আগুন লাগে এমন সংবাদ শুনে আমরা গ্রাম বাসিরা আগাইয়া এসে দেখি দুইটি বাড়ির চালের টিন, আসবাবপত্র ও দুটি গরু ধানচাল কাপুর বাড়ির সকল জিনিস পত্র পুড়েগেছে প্রায় ৫ লক্ষ টাকার খতি হয়েছে। দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আবুল খায়ের ও টিম লিডার আশরাফুর রহমান জানান, গত কাল বুধবার রাতে ১২.৩০ মিনিটের উপজেলার শালঘরীয়া গ্রামের সমসের আলীর ছেল আলাউদ্দিন ও শফিকুল ইসলামের বাড়ীতে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং সকলের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই। তিনি আরো জানান, প্রাথমিক ভবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্র পাত ঘটে। এতে আলাউদ্দীন ও শফিকুল ইসলামের ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান।