1. abdulla914559@gmail.com : Abdullah Al Mamun : Abdullah Al Mamun
 2. info@vorerjanala.com : admin : মেহেদী হাসান রিয়াদ
 3. parvessarker122@gmail.com : Md Parves : Md Parves
 4. anarul.roby@gmail.com : সহকারী ডেস্ক :
 5. i.am.saiful600@gmail.com : Saiful Islam : Saiful Islam
 6. sailorinfotech@gmail.com : N H Nahid : N H Nahid
 7. nu356548@gmail.com : Nasiruddin Liton : Nasiruddin Liton
 8. billaldebidwar@gmail.com : MD Billal Hossain : MD Billal Hossain
 9. rustom.ali.ml@gmail.com : Rustom Ali : Rustom Ali
 10. cricket.sajib@gmail.com : Md. Sazib Mandal : Md. Sazib Mandal
 11. journalistsojibakbor01713@gmail.com : Sojib Akbor : Sojib Akbor
 12. subrotostudio35@gmail.com : Subroto Sorkar : Subroto Sorkar
কুমিল্লা দেবিদ্বারের সৌদি আরবে আটকে আছেন ২২জন ওমরাহ হজ্ব যাত্রী » ভোরের জানালা ডট কম
সর্বশেষ
‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’ অনুদান পেলেন সিলেট বিভাগের ১০ নারী জামালপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন চবির নতুন নেতৃত্বে শাহরিয়ার-শিশির লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এল.এস.পি) কুমিল্লা জেলা শাখার সম্মেলন সন্দেহজনক ভাবে আটককৃত হৃদয়(বান্টি) নিরপরাধ | রাজনৈতিক কোন দলের সংশ্লিষ্টতা নেই গ্রিন ডেভেলপমেন্ট ও জ্বালানি সাশ্রয়ী আইসিটি অবকাঠামো তৈরিতে হুয়াওয়ের নতুন সল্যুশন সাংবাদিকরা হলেন জাতির বিবেক – সাংসদ এনামুল হক যুদ্ধে নামছে দেশবাংলা কক্সবাজারে ’দৈনিক দেশবাংলা’ পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত বাগমারার ঝিকরা তে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত রিয়াদের হারা জমজম ইশারায় তাসবি মিট কোম্পানি’র দ্বিতীয় শাখার শুভ উদ্ভোদন

আজ

 • আজ শনিবার, ১৩ই আগস্ট, ২০২২ ইং
 • ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ (বর্ষাকাল)
 • ১৪ই মুহররম, ১৪৪৪ হিজরী
 • এখন সময়, বিকাল ৪:২৪

কুমিল্লা দেবিদ্বারের সৌদি আরবে আটকে আছেন ২২জন ওমরাহ হজ্ব যাত্রী

 • প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব প্রতিনিধিঃ- বাংলাদেশ থেকে গত ২৬শে ফেব্রুয়ারী সৌদি আরবে ওমরাহ হজ্ব পালন করতে এসে ২২ জন ওমরাহ হজ্বযাত্রী জেদ্দায় আটকে আছেন। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা সদরের ২২জন ওমরাহ হজ্ব যাত্রী গত ২৬/২/২০ইং সৌদি এয়ারলাইনসের sv 802 ফ্লাইটে ওমরাহ হজ্ব পালন করতে আসেন। তাদের গত ১৪/৩/২০ইং সৌদি এয়ারলাইনসের sv 802 ফিরতি ফ্লাইট ছিল। কিন্তু শরীকা মক্কা থেকে ১০/৩/২০ইং জানানো হয় ফ্লাইটটি ১৪/৩/২ইং এর পরিবর্তে ১৫/৩/২০ইং সৌদি সময় বিকাল ৩.৩০ মিনিট ফ্লাইট দেয়া হয়। সে অনুযায়ী ১৫/৩/২০ইং সকাল ১০টায় জেদ্দা এয়ারপোর্টে উপস্থিত হলে তাদের দুপুর ১২টায় মাল বুকিং দিতে বললে তারা মাল বুকিং দিতে ভিতরে প্রবেশ করলে জানানো হয় ফ্লাইটটি বাতিল। তৎক্ষনাৎ ওজারাতুল হজ্বকে বিষয়টা জানালে তারা ১৭/৩/২০ ইং সৌদি সময় রাত ৩.৩০ মিনিট sv 808 সৌদি এয়ারলাইনসের একটি টিকিট ইস্যু করে তাদেরকে একটি হোটেলে পাঠানো হয়। ১৬/৩/২০ইং বিকালে ওজারাতুল হজ্ব এর পক্ষ থেকে জানানো হয় রাতের sv808 সহ সকল ফ্লাইট বাতিল।

এ অবস্থায় বাংলাদেশ থেকে জানানো হয় সৌদি সময় ১৭/৩/২০ইং সকাল ৭.৩০ মি. বিমান বাংলাদেশ এর একটি ফ্লাইট আসবে। সাথে সাথে জেদ্দাস্থ নাখেল সেন্টার অবস্থিত বাংলাদেশ বিমান এয়ারলাইনসের অফিসে যোগাযোগ করা হলে তারা জানান সব টিকিট বিক্রি হয়ে গেছে। জানাগেছে বাংলাদেশ টাকায় প্রায় ৩৫০০০/= করে টিকিট কেটে কিছু ওমরাহ হজ্বযাত্রী ও আকামাদারীদের নিয়ে ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছে। এর পর থেকে আর কোন ফ্লাইট না থাকায় তারা বিভিন্ন স্থানে আটকে যায়। ওজারাতুল হজ্ব কোম্পানি থাকার জন্য হোটেল ব্যাবস্থা করলেও তাদের অনেকটা কষ্টের মাঝেই সেখানে থাকতে হচ্ছে। ২২জনকে ৪টি রুম দেয়া হয়। ২২ জনের মধ্যে ৯ জন পরুষ,১১জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। খাবারের কোন ব্যাবস্থা নেই।

বাংলাদেশি মোয়াল্লিম মাওলানা মাইনুদ্দীন সরকার জানান, জেদ্দায় অবস্থিত বাংলাদেশ মিশনের কাউন্সিলর মাকসুদ সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি হজ্ব বিষয়ক কর্মকর্তা হাসান সাহেবের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন। যোগাযোগ করলে তিনি সকল তথ্যাদি নেন এবং এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।কিন্তু অদ্যবদি তাদের কোন সহযোগিতা পাওয়া যায়নি। ওমরাহ হজ্বযাত্রী কাঠ ব্যাবসায়ী বাবুল মিয়া জানান, তার ৩ বছরের শিশু সন্তান রেখে স্বামী -স্ত্রী ওমরাহ করতে আসেন। কিন্তু নির্দিষ্ট সময়ে ফ্লাইট বাতিল হওয়ায় এবং বিশ্বময় করোনা ভাইরাসের প্রকোপে এক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।

৮০ বছরের বৃদ্ধ ওমরাহ হজ্ব যাত্রী জারু মিয়া জানান, আমি জমি বিক্রি করে নির্দিষ্ট পরিমান টাকা নিয়ে এসেছি। ফেরার পথে ফ্লাইটটি বাতিল হওয়ায় খাবারসহ নানা সমস্যায় জর্জরিত। সাথে কোন টাকা পয়সা না থাকায় অনেকটা মানবেতর জীবনযাপন করছি। ৯০ বছরের বৃদ্ধ ওমরাহ হজ্বযাত্রী বাদশা মিয়া মোল্লা জানান, তিনি বয়স্ক মানুষ। শারিরীক ভাবে খুবই অসুস্থ। থাকা,খাওয়া ও চিকিৎসার অভাবে অনেক কষ্ট হচ্ছে। ৮০ বছরের বৃদ্ধা ওমরাহ হজ্ব যাত্রী আয়ফলের নেসা জানান, তিনি হাইপ্রেশারের রোগী। সাথে কোন টাকা পয়সা ও নেই। ফ্লাইট নিয়ে অনিশ্চয়তার কারনে প্রায় সময় প্রেসার বেড়ে যায়।

এই গ্রুপে থাকা দেবিদ্বার উপজেলার সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম শহিদ জানান, আমরা স্বামী -স্ত্রী তিনটি শিশু সন্তান দেশে রেখে ওমরা করতে এসেছি।দেশে-বিদেশে এক কঠিন পরিবেশ তৈরী হয়েছে। অন্যান্য দেশের সরকার তাদের ওমরাহ হজ্বযাত্রীদের নিজ দেশে নিয়ে গেলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ না থাকায় তাদের পড়তে হয়েছে নানা বিপাকে।তিনি জরুরী ভিত্তিতে মানবিক দিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন। যাতে অতিদ্রুত তাদের নিজ গন্তব্যে পৌছানোর ব্যাবস্থা করা হয়। সর্বশেষ মুয়াল্লিম মাইনুদ্দীন জানান,১১ এপ্রিল শনিবার জেদ্দায় অবস্থিত বাংলাদেশ মিশনের কাউন্সিলর মাকসুদ সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি অতিদ্রুত ভালো কিছুর সংবাদ পাবেন বলে আস্বস্ত করেন। বাংলাদশী মোয়াল্লিম, মাইনুদ্দিন – 0576104596 . সাইফুল ইসলাম -056 838 5279.

সবার সাথে শেয়ার করুন

অন্যান্য সংবাদ পড়ুন

tv 21

 • এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
 • © সর্বস্বত্ব স্বত্বাধিকার ‘ভোরের জানালা ডট কম’ কর্তৃক সংরক্ষিত।
সাইট ডিজাইন এন্ড ডেভেলপ মেহেদী হাসান রিয়াদ - 01760-955268
error: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।