সোহাগ আরেফিনঃ- করোনা ভাইরাসের মহামারী রোধে দেশব্যাপী যখন চলছে অচলাবস্থা।সড়কে কোনো গাড়ি নেই, এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে এক অন্তঃসত্ত্বার স্বজন গত ১১ এপ্রিল পাহাড়তলী থানায় ফোন দিলেন, প্রসূতি স্বজনকে হাসপাতালে নিতে পুলিশের সহায়তা চাইলেন। কল পেয়েই পাহাড়তলী থানা থেকে থানার উপ-সহকারী পরিদর্শক মনির হোসেন প্রসূতির দ্বারে হাজির হলো। ঘটনাটি ঘটেছে পাহাড়তলী থানাধিন দক্ষিন কাট্টলী ক্যাপ্টেন সাহেব এর বাড়ী। পাহাড়তলী থানা অফিসার ইনচার্জ মোঃমঈনুর রহমান বলেন থানার সরকারী নাম্বারে এক ব্যক্তি ফোন করে জানান ক্যাপ্টেন সাহেব এর বাড়ী প্রসব বেদনায় কাতরাচ্ছেন এক গর্ভবতী।
কোন যানবাহন চলাচল না করায় স্বজনরা হাসপাতালে নিতে পারছে না প্রসূতিকে। তার অসুস্থ স্বজনকে হাসপাতালে নিতে পুলিশের সহায়তা চাইলেন তিনি। এরপর বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে ওসি মোঃমঈনুর রহমান এর তাৎক্ষণিক কোন এ্যাম্বুলেন্স না পেয়ে থানার ডিউটিরত উপ-সহকারী পরিদর্শক মনির হোসেন ও তার টিম কে দিয়ে ওই নারীকে হাসপাতালে পৌঁছে চিকিৎসা সেবা নিশ্চিত করেন। মনির হোসেন আজ মুঠোফোনে প্রতিবেদকে জানায় কন্যা সন্তান জন্ম লাভ করেছে। করোনা ভাইরাসের ভয়াবহতায় বাসায় অবস্থান করা মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পাহারতলী থানা পুলিশের এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছে দক্ষিন কাট্টলীর বাসিন্দারা।