নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৩-০৪ সেশনে পরিসংখ্যান বিভাগের ছাত্র, প্রায় ১৭ বছর ধরে ইংরেজী বিষয়ে পাঠদান এবং ১২ বছর ধরে গবেষণাধর্মী কাজ এর পর গত ৩ বছরের শ্রম আর সাধনায় তার লেখা ১ম Vocab Guru বইটি বাজারে আনছেন রাকীব মো: সাইফ উদ্-দীন। এছাড়াও, Basic Grammar বইয়ের শেষের দিকে কাজ চলছে।
রাকীব মো: সাইফ উদ্-দীন তার “Vocab Guru by Rakib” ফেইসবুক পেইজটিতে পাঠক ও শিক্ষার্থীদের বইটির গুরুত্ব তুলে ধরে স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে তিনি বইটির গুরুত্ব উল্লেখ্য করে বলেন, বইটি যেকোনো লেভেলের শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয়; বিশেষ করে BCS সহ যেকোনো চাকুরী পরীক্ষায় বা ভার্সিটি এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য most needed বই হিসেবে কাজে আসবে।
সব ধরনের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১৩০০+ শব্দ নিয়ে এই বইটি রচিত হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা জানেন, Vocabulary ছাড়া জব/ভার্সিটিতে চান্স প্রায় অসম্ভব! আর কৌশল ছাড়া Vocabulary মনে রাখা সেটাও অসম্ভব! তাই বারবার পড়েও যারা Vocabulary মনে রাখতে পারছেন না বা Vocabulary-এর কথা শুনলেই যাদের মাথা ব্যাথা শুরু হয়, তাদের জন্য আমার এই বই।
যেকোনো চাকুরী পরীক্ষায় বা ভার্সিটি ভর্তি পরীক্ষায় বা একাডেমিক পরীক্ষায় Vocabulary সবসময়ই একটি key factor হিসেবে কাজ করে। অথচ Vocabulary শেখার প্রতি আমাদের ততোটা আগ্রহ নেই।
এর প্রধান ২টি কারণ হলো:
১) কোন Vocabulary গুলো পড়তে হবে, তার সঠিক তথ্য না জানা।
২) অনেক Vocabulary পড়লেও সেগুলো মনে রাখতে না পারা।
তাই, এ বইয়ে সব ধরনের পরীক্ষায় আসে এরকম ১৩০০+ শব্দ শেখানোর চেষ্টা করা হয়েছে এবং Vocabulary মনে রাখার যাদুকরী কৌশল ব্যবহার করা হয়েছে। Vocabulary পড়ে যারা ভুলে যান তাদের জন্য এক ধরনের অব্যর্থ ওষুধ বলতে পারেন! একবার হলেও ভিডিওটি দেখুন। তবে হ্যাঁ, অনেকের জন্য নতুন হলেও এটি নতুন কোনো কৌশল নয়। যুগ যুগ ধরে চলে আসা একটি সফল কৌশলের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় শব্দগুলোকে যেন মনে রাখতে পারেন সেজন্য আমার একটি চেষ্টা মাত্র। ভালো লাগলে আপনার জন্য বা আত্মীয়-স্বজনদের জন্য বইটি কিনতে পারেন।
চট্টগ্রাম শহরে ২০ টাকা এবং অন্যান্য সকল বিভাগীয় শহরে মাত্র ৪০ টাকা ডেলিভারি খরচে প্রি অর্ডার চলছে। প্রি অর্ডার করার জন্য Vocab Guru by Rakib পেজে ম্যাসেজ করুন। হতে পারে বইটি আপনার বা আপনার পরিবারের যেকোনো শিক্ষার্থীর জন্য মুখস্থ না করে Vocabulary মনে রাখার এক মহৌষধ।
অবশেষে বই সম্পর্কে আরও কোনো জিজ্ঞাসা বা কিছু পেজ দেখতে চাইলে Vocab Guru by Rakib পেজে ম্যাসেজ করতে আহ্বান করেছেন।