ভোরের জানালা ডেক্সঃ- বঙ্গবন্ধু কন্যার কাছে নিরাপত্তা চেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি নিরাপত্তার প্রয়োজনীয়তা জানান।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘সারা বাংলার মানুষ আমার বাসার ঠিকানা জানেন । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসার নিচে লোকজনে ভরপুর থাকে। এমন অবস্থায় যে কোনো বিপদের আশঙ্কা করতেছি। নিরুপায় হয়ে বঙ্গবন্ধুকন্যা, আমার মা প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়া ছাড়া উপায় নেই। তিনিই একমাত্র পারেন আমার নিরাপত্তার ব্যবস্থা করতে। তিনি ছাড়া তো আমার আর কেউ নেই।’
এদিকে পরীমণি সোমবার সন্ধ্যায় তার ফেসবুক পোস্টে লিখেছেন, বঙ্গবন্ধুকন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে- কি করে বেঁচে আছি।
এর আগে ৫ সেপ্টেম্বর হাতে লেখা একটি চিঠির ছবি ফেসবুকে পোস্ট করে লড়াই করে বেঁচে থাকার নেপথ্যের গল্প তুলে ধরে ছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘একটা চিঠি। আমার সব শক্তির গল্প এখানেই।’ পোস্ট করা চিঠিতে দেখা যায়, ‘নানু আমি ভালো আছি। কোনো চিন্তা করবা না। তোমার সাথে শিগ্রই দেখা দিবো।’
চিঠির বিষয়ে পরীমণি জানান, ‘ আমি গ্রেফতার হওয়ার পর নানু ভাই আমাকে চিঠিটি দিয়েছিলেন। এরপর থেকেই আমি এটি অক্ষত রাখার চেষ্ঠা করেছি। আটক, রিমান্ড, জেলসহ নানান প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত আমি এটি অক্ষত রাখতে পেরেছি। এই চিঠিটি আমার জীবনের একটি শক্তি।
উল্লেখ্য , গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে মাদকসহ পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যায়ব। এরপর ৫ আগস্ট র্যাথব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
এরপর রিমান্ড-জেল শেষে গত ৩১ আগস্ট ৫০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমণির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। দীর্ঘ ২৭ দিন পর বাসায় ফিরেন তিনি।