স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে নাজমিম(৪) সাপের কামড়ে মৃত্যু হয়েছে আজ ২৫ সেপ্টেম্বর ।
সম্প্রতিক সময়ে জেলায় সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে।
গত ১৭ আগস্ট ঝিনাইদের কালীগঞ্জ উপজেলার এক যুবকের সাপের কামড়ে মৃত্যু হয় তাছাড়া গত ৭ জুলাই ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার সাইফুল মালিতা (৫৫) মৃত ফুলউদ্দিন মালিতার ছেলের মৃত্যু হয় এবং ১৭ ই জুলাই ২০২১ তারিখে ফয়সাল মিয়া (১৭) এক কলেজ ছাত্রের মৃত্যু হয় সাপের কামড়ে। গত ২৭ জুলাই ঝিনাইদহে শিকারপুর গ্রামে জাহিদুর রহমানের স্ত্রীর সাপের কামড়ে মৃত্যু হয়।
গত বছর ১১ অক্টোবর ঝিনাইদের শৈলকূপা উপজেলার শেখপাড়া গ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে।
এছাড়াও ২০১৫ সালে বিল্লাল হোসেন (২৫) ঝিনাইদহ সদর উপজেলার চন্দ্রজানা গ্রামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
তাছাড়া সাপের কামড়ে মৃত্যুসহ রয়েছে বেশ কিছু উদাহরণ। সাপের কামড়ে মৃত্যুর জন্য ওঝাদের ও হাসপাতালের দূরত্বকে দায়ী করছেন সচেতন মহল।যার ফলে জনজীবনে ভীত তৈরী হয়েছে।