মেহেদী হাসান রিয়াদ; দেবিদ্বার:
কুমিল্লা-৪ দেবিদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়ন এর ভানী মধ্য পাড়ায় শশুর বাড়িতে বেড়াতে এসে চান্দিনা উপজেলার মহিচাইল ছাতেডা গ্রামের আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৮) এর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) আনুমানিক রাত দেড়টা থেকে তিনটার মধ্যে ভানী মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার ঐ বাড়ির মৃত নুরুল ইসলামের মেয়ে সোনিয়া বেগম(২৩) এর স্বামী ছিলেন।
মৃত আনোয়ারের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে স্ত্রীর পরকিয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার উপর ক্ষিপ্ত হয়ে স্ত্রী এবং শশুড়বাড়ীর লোকেরা বেধরক মারধরে তার মৃত্যু ঘটে। ঘটনার পরে লাশ বাড়ির অদুরে রাস্তায় ফেলে ঘাতকরা পালিয়ে যায়।
উল্লেখ্য, আনোয়ারের স্ত্রী সোনিয়া বেগমের আগেও একাধিক বিয়ে হয়েছিল এবং তার এখনো পরকিয়া চলছিল বলে এলাকাবাসী মন্তব্য করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকতা জহিরুল আনোয়ার বলেন, সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ থানায় এনে ময়নাতদন্তের প্রক্রিয় চলছে।