আক্তারুজ্জামান শাওন; কুমিল্লাঃ
বুয়েট ছাত্র আবরার ফাহাদ কে নির্মমভাবে হত্যার বিচারের দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা জেলা টাউন হল এর সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কুমিল্লা জেলা শাখার উদ্দ্যোগে এ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর ভারপ্রাপ্ত আহবায়ক তানভীর আলম।
তিনি বলেন, ভারত গোলামীর বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নির্মমভাবে হত্যা করা হয়েছে বুয়েট ছাত্র আবরারকে। ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার অপরাধে আবরার ফাহাদকে রুম থেকে ডেকে নিয়ে নির্যাতন করে হত্যা করা হলো কিন্তু হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঐ শিক্ষার্থীর জীবন রক্ষায় কার্যত কোন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হল প্রশাসনের ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে হল প্রভোস্ট সহ সকলের অপসারণ দাবি করেন। মেধাবিদের সেরা প্রতিষ্ঠান বুয়েট ক্যাম্পাস ও হলসহ সারাদেশে টর্চার সেল পরিচালনাকারী, খুনি,সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে গন প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তব্যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এছাড়াও তিনি সকল দেশবিরোধী চুক্তি বতিলের দাবীতে সোচ্চার হওয়া এবং সম্রাজ্যবাদী ভারতের আগ্রাসন ও তার গোলাম নব্য-রাজাকার ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে রুখে দাঁড়ানোর আহবান জানান। এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে সমাবেশের সমাপ্ত ঘোষণা করেন।