ডেক্স নিউজঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারের লন্ড্রি ব্যবসায়ী ইসহাক মিয়ার (৫৫) মৃত্যুর সংবাদ শুনার পর তার মা রাজিয়া খাতুন (৭০) মারা গেছেন। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার নাজিরপুর বাজারে নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিম মুন্সির ছেলে ইসহাক মিয়া তার নিজ লন্ড্রি দোকানে স্ট্রোক করে মারা যান।
ছেলে ইসহাক মিয়ার মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক ইসহাক মিয়ার মা রাজিয়া খাতুনও স্ট্রোক করেন। পরে অচেতন অবস্থায় দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান।
মা-ছেলের এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে রোববার দুপুর দুইটায় উপজেলার নাজিরপুর ঈদগাহ্ মাঠে মা ও ছেলের জানাজা শেষে তাদেরকে নাজিরপুর কবরস্থানে দাফন করা হয়েছে।