বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে বিভিন্ন হল প্রদর্শন। আজ সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৃহত্তম শাহ আমানত হল প্রদর্শনে আসেন ভারপ্রাপ্ত উপাচার্য সহ সকল সহকারী প্রক্টর।
প্রায় প্রতিটি রুমেই অভিযানে চালান তারা। এসময় কোন প্রকার অবৈধ মালামাল পাই না তারা। মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য অনেক সন্তুষ্ট হয়ে ধন্যবাদ জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল কে।
সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সম্পর্ক দেখে মুগ্ধ তিনি।
তিনি ভোরের জানালা কে জানান, আমরা অনেক সন্তুষ্ট। এখানে আমরা কোন প্রকার অবৈধ মালামালের চিহ্ন পাই নাই। সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সম্পর্ক দেখে আমি মুগ্ধ।
এর পর তিনি প্রভোস্ট কক্ষে আলোচনা সভা করেন। সেখানে সাধারণ শিক্ষার্থীদের অসুবিধার কথা জানতে চাই। সাধারণ শিক্ষার্থীরা তাদের অসুবিধার কথা জানালে তিনি বলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা শেষেই আমি এগুলোর সমাধান করবো।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সাদাফ খান জানান, হলের খাবারের মান উন্নতি করার, হলের ওয়াই-ফাই নেটওয়ার্ক এর সমাধান ও গেস্ট রুমের সৌন্দর্য বৃদ্ধির ব্যাপারে।
কয়েকদিন এর মধ্যে এর সমাধান হবে বলে নিশ্চয়তা দেন ভারপ্রাপ্ত উপাচার্য।