হাসনাইন আহমেদ হাওলাদার ভোলা জেলা প্রতিনিধি- বিবিসি একাত্তর।
“ভোরের জানালা” নামে অনলাইন পত্রিকাটি ২০১৮ইং সালে “জনগণের কল্যাণে অগ্রদূত”এই শ্লোগান কে সামনে রেখে অগ্রযাত্রা শুরু করে, ২০১৯ইং সালে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো।
আধুনিক সমাজে সকল সংবাদ মাধ্যমের সাথে প্রতিনিয়ত মানুষের সংযোগ যেমন বাড়ছে। এমন প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রসারে এক ধরনের নীরব পরিবর্তন সাধিত হয়েছে। দেশ ও দেশের বাইরের সকল সংবাদ সবার আগে পাওয়ার জন্য অনলাইন নিউজ মাধ্যমের অবদান অনস্বীকার্য।
এ অবস্থায় দেশ ও সমাজের সকল স্তরের মানুষের প্রকৃত চিত্র তাদের আশা আকাংঙ্খার প্রকাশ ঘটানোর দায়িত্ববোধ নিয়ে “ভোরের জানালা” কাজ করবে বলে মনে করি।
ভোরের জানালা সাহসী অগ্রযাত্রার মধ্যদিয়ে একটি বছর অতিক্রম করলো। তাই প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে “বিবিসি একাত্তর” ভোলা জেলার পক্ষ থেকে-প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
শত সহস্র বছর সাধারণ মানুষ ও সুশাসনের কথা বলে যাবে ভোরের জানালা, সেই প্রত্যাশা’ই করি।
ভোরের জানালা এগিয়ে যাক যুগ যুগ ধরে।
আমি “ভোরের জানালা” তথা এর সাথে সংশ্লিষ্ট সকল কে শুভেচ্ছা ও তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি।