রায়হান রোহানঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ আনামের উপর ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তি দাবিতে ঢাকা-রাজশাহী মহাড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার রাত ১০ টার দিকে রাবির মূল ফটকের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাবির হবিবুর রহমান মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনাম স্থানীয় দুর্বৃত্তদের হামলায় আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফিরোজের সঙ্গে থাকা আবির নামের একজন জানান, সন্ধ্যায় ফিরোজ তার বান্ধবীকে নিয়ে স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে পাশেই হবিবুর হলের মাঠে নিয়ে যায়।
এ সময় তাদের কাছে থাকা ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। চিৎকার করলে ফিরোজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর আশেপাশের লোকজন ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এর আগেও এক সন্ত্রাসীর নাম উল্লেখ করে প্রক্টরকে লিখিতভাবে জানানো হলেও কোন ব্যাবস্থা নেয়নি প্রক্টর।
এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাত ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময়ে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটলে তার দ্রুত ব্যবস্থা ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।