আঁখি মীরঃ
আগামী ১৭ নভেম্বর’১৯ রোজ রবিবার সকাল ১০;৩০ মিনিটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষা’১৯ (পিইসি)। অপরদিকে ২ নভেম্বর ১৯ রোজ শনিবার সকাল ১০ টায় সারাদেশ জুঁড়ে একযোগে শুরু হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষা ১৯ (জেএসসি)।
আজ ২৫ অক্টোবর’ ১৯ রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় দেবিদ্বার ইক্বরা একাডেমি কর্তৃক প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষা (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষা ১৯ (জেএসসি) পরিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পরিক্ষার্থীদের দেবিদ্বার ইকরা একাডেমি কর্তৃক দোয়া অনুষ্ঠানে প্রত্যেক পরিক্ষার্থীকে দু’টি করে কলম, একটি জ্যামিতি বক্স, স্কেল ও ক্লিয়ার ফাইল প্রদান করা হয়।
এ বছরে পরিক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ জন।
ইকরা একাডেমির প্রধান শিক্ষক মোঃ কাউসার আহমেদ এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডঃ মোঃ মোবারক হোসেন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার সরকারি শিশুপরিবার এর তত্ত্বাবধায়ক আবুল হাশেম, দেবিদ্বার রূপসী বাংলা মডেল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা মোঃ জামাল হোসেন সরকার, ভোরের জানালা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও কুমিল্লা ভিশন টিভির স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রিয়াদ।
পিইসি ও জেএসসি পরিক্ষার দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সফিউল হক, ইরফান হোসেন জিয়ান প্রমূখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে দেবিদ্বার ইকরা একাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ রুস্তম খাঁনকে ধন্যবাদ দিয়ে মোঃ জামাল হোসেন সরকার বলেন, “আমাদের উচ্চ শিক্ষিত হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। সে লেখাপড়ার কোনো মূল্য নেই, যে লেখাপড়া আমাদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে না।”
অনুষ্ঠান শেষে পরিক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।