রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে সবুজবাগ থানা পুলিশ লাশ উদ্ধা করে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ওসি মাহবুব।
নিহত ছাত্রীর নাম রেহেনা খাতুন। সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ত।
রেহেনা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। তিনি দক্ষিণগাঁওয়ের পশ্চিমপাড়ার ১ নম্বর রোডের ৪৪/৭ নম্বর ভাড়া বাসায় থাকতেন।
সবুজবাগ থানার এসআই মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে ওই বাসার পঞ্চম তলার ফ্ল্যাটের বাথরুমের শাওয়ারের লোহার পাইপের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রেহেনার লাশ উদ্ধার করা হয়। ওই বাসাতেই সে পরিবারের সঙ্গে ভাড়া থাকত। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রতিবেশীরা জানান, রেহেনা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। চাকরিও করত একটি প্রতিষ্ঠানে। তার বাবার মৃত্যুর পর মা জামিলা খাতুন অন্যত্র বিয়ে করেন। বর্তমানে নতুন স্বামীর সঙ্গে থাকে তার মা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। যার ফলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।