নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা-৪ দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের দায়ে শিক্ষক মোঃ জিসানকে আটক করেছে থানা পুলিশ।
আরাফাত হোসেন (৮) বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করার অভিযোগে দেবিদ্বার জাফরগঞ্জ নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ জিসান (২২) কে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। মাদ্রাসার শিক্ষক মোঃ জিসান এর বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিন থানার আছলছিলা (প্রধানীয়া বাড়ী) এলাকার কু-সন্তান।
এ ঘটনায় জাফরগঞ্জ (ইউসুফ আলী বেপারী বাড়ী) গ্রামের মৃত আঃ মতিন পুত্র মোঃ আলমগীর হোসেন(৪৫) বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
তিনি জানান যে, দেবিদ্বার থানাধীন জাফরগঞ্জ নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ জিসান(২২), পিতা- মোঃ ফজলুল করিম, মাতা- মোসাঃ ফাতেমা বেগম, সাং- আছলছিলা (প্রধানীয়া বাড়ী, পোষ্ট- পয়ালী), থানা- মতলব দক্ষিন, জেলা- চাঁদপুর গত ২৫/১০/১৯ খ্রিঃ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় তাহার ছেলে ভিকটিম মোঃ আরাফাত হোসেন(৮)কে মাদ্রাসার ছাত্রাবাস হইতে ঘুম থেকে উঠাইয়া বর্নিত মাদ্রাসার গোডাউন রুমে নিয়া তাহার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পরিহিত পায়জামা খুলিয়া বলাৎকার করে।
এই সংক্রান্তে ভিকটিমের পিতা অদ্য ২৮/১০/১৯ খ্রিঃ তারিখ থানায় অভিযোগ দায়ের করিলে দেবিদ্বার থানার মামলা নং- ২২, তারিখ- ২৮/১০/১৯ খ্রিঃ, ধারা- ৩৭৭ পেনাল কোড রুজু করিয়া এসআই মোঃ রবিউল ইসলাম এর উপর তদন্তভার অর্পন করা হয়। তিনি আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন হয়।