আক্তার হোসেন রবিনঃ
আপনার সাহায্যে বাঁচতে পারে কুমিল্লার ছেলে রাজিব মাহমুদ কণ্ঠের জীবন। তার জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। সে লিভার সিরোসিস রোগে ভুগছে। মধ্যভিত্ত পরিবারের যা আছে তা দিয়ে চিকিৎসা করিয়ে আজ পরিবারটি নিঃস্ব প্রায়। এতদিন ধার-দেনা করে চিকিৎসা চলছিল তার। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধ। ডাক্তারা বলেছে তার উন্নত চিকিৎসা করাতে না পারলে, তার জীবন নাশের আশংকা রয়েছে।
এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব না। ডাক্তাররা বলেছে তার লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে, লিভিার ট্রান্সপ্লান্টেশন করতে হলে ৭০ লক্ষ টাকার প্রয়োজন। রাজিব মাহমুদ কণ্ঠ কুমিল্লা জিলা স্কুলের-৯৭ ব্যাচের মেধাবী ছাত্র।
এমতাবস্থায় তার পরিবার সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সাহায্য কামনা করেছেন। অসহায় রাজিব মাহমুদ কণ্ঠের চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন এবং মোবাইল/বিকাশ নম্বরে- ০১৭১৩২০৬৫৫৬। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- শারমীন চৌধুরী, আল আরফাহ ইসলামী ব্যাংক, বনানী শাখা, একাউন্ট নং- ০২০১১২০০৩৯৭৬৩।
অর্থ দিয়ে সাহায্য না করতে পারলে অন্তত একটি শেয়ার করে সাহায্য করুন,যেন কোনো বিত্তবান ব্যাক্তির নজরে পড়ে ও সাহায্যের জন্যে এগিয়ে আসেন।