মো. সুমন সরকার; মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব চাপিতলা গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব চাপিতলা এলাকায় জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল। তখন ড্রেজার মালিক জহর আলমকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা-২০১০ মোতাবেক অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত প্রভাবশালী মহালের ছত্রছায়ায় এই চক্রটি এলাকার ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।