সাইফুল ইসলাম সজিবঃ
“রক্তে মাংসে গড়া দেহে থাকিতে মোদের প্রাণ, একবার নয়, বার বার মোরা করিব রক্তদান” এই স্লোগানে কুমিল্লার দেবিদ্বারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মাঠ থেকে দৃষ্টান্ত ফাউন্ডেশন এর আয়োজনে সংগঠনের সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন রনীর নের্তৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিব হাসান। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, সদস্য লুৎফুর রহমান বাবুল, পৌর আওয়ামীলীগ নেতা গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামিম, কাজী সুমন, বারুর আলী হোসেন উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক নাছরিন আক্তার।
আরোও উপস্থিত ছিলেন, মাইটিভি দেবিদ্বার প্রতিনিধি ডা. এনামুল হক, যয়যাত্রা টিভির দেবিদ্বার প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, দৈনিক যুগান্তর দেবিদ্বার প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক যায়যায়দিন দেবিদ্বার ও বুড়িচং প্রতিনিধি জামাল উদ্দিন দুলাল, দৈনিক ডাকপ্রতিদিন দেবিদ্বার প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, ভোরের জানালা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও কুমিল্লা ভিশিন টিভির স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রিয়াদ, আমাদের দেবিদ্বার পত্রিকার স্টাফ রিপোর্টার সাহিদ ইসলাম, ব্লাড ফর দেবিদ্বারের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিব প্রমুখ।