বিল্লাল হোসেনঃ
উপজেলার ১১ নং রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগের এি-বার্ষিক সন্মেলন উপলক্ষে রোববার রাতে চুলাশ-উখাড়ী-গাংটিপারাসহ এই ৩ গ্রামের আওয়ামীলীগের এি-বার্ষিক সন্মেলনের কাউন্সিলর ও আপামর জনগনের উদ্যোগে চুলাশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঈনে তালা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষে একটি কাউন্সিলর নির্বাচনী প্রচারনার সমাবেশের আয়োজন করেছেন।
নির্বাচনী প্রচারনার সমাবেশ এর মূল লক্ষ ছিল আগামী ০৬-১১-১৯ ইং তারিখ রোজঃ বুধবার বেলা ২ ঘটিকার সময় সুশৃঙ্খল ও সারিবদ্ধ হয়ে রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগের এি-বার্ষিক সন্মেলনে উপস্সিত হয়ে অতিতের ন্যায় আবারো সভাপতি প্রার্থী আলহাজ্ব মোঃ জাহান্গীর আলম কে তালা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন।
উক্ত সন্মেলনে বক্তব্য রাখেন,রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী আলহাজ্ব মোঃ জাহান্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আলীম মুন্সী,আওয়ামীলীগ নেতা আবু তাহের সর্নকার,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক হুমায়ুন,মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়া, সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন,মোঃ বাদশা মিয়া,রেহান উদ্দীন বাদল, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জল ভূঁইয়া,চুলাশ বাজারের ব্যবসায়িক মোঃ ফয়েজ উদ্দীন, আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ আঃ খলিল,ইব্রাহিম মোল্লা,রাজ্জাক মোল্লা,সফিকুল ইসলাম কালু মেম্বার, প্রমুখ।
বক্তারা রাজামেহার ইউনিয়ন তৃণমূল আওয়ামীলীগ থেকে বারবার একজন সু-বিচারক ও একনিষ্ঠ নেতা এবং দলের সাংগঠনিক শক্তির প্রান হিসেবে আলহাজ্ব মোঃ জাহান্গীর আলমকে অবহিত করে বলেন বিগত সময়ে দলের দূর্দিনে একমাএ আলহাজ্ব মোঃ জাহান্গীর আলম সাহেব দলের হাল ধরে সকল ক্রার্যক্রমে সম্পৃক্ত রেখে দলকে টিকিয়ে রেখেছেন।
উক্ত নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণে প্রায় কয়েক হাজার জনগনের উপস্সিতি দেখা গেছে।