নাহিদ হাছান শুভ ১৭ বছরের তরুণ। যার পদচারণায় কলেজ ক্যাম্পাস মুখরিত হওয়ার কথা, কিন্তু তা না হয়ে সে এখন ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়ে জীবন মরনের সন্নিকটে।
শুভ দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষীপুর দঃপাড়া গোলাম হোসেন মাস্টারের বড় ছেলে।
সে ২০১৯ সালে রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে, পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ এ এইচএসসি ১ম বর্ষে অধ্যয়নরত।
তার বাবা গোলাম হোসেন একজন স্কুল শিক্ষক।
নাহিদ হাসান শুভর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যা তার বাবার পক্ষে কোন ক্রমেই সম্ভব হচ্ছে না ছেলেটির চিকিৎসা খরচে সকলের সহযোগিতা কামনা করছি ।
এই মেধাবী ছাত্রকে চিকিৎসার সহায়তার জন্য তার বাবা সমাজের সকলের নিকট আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন।
বিকাশঃ 01924122077 (বাবা)
Bank A/C : Md. Golam Hossain
A/C no. 1314999013324.
সোনালী ব্যাংক।দেবিদ্বার শাখা, কুমিল্লা